প্রতিষ্ঠানের ইতিহাস

দেশের ১৬টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট(এটিআই)-এর অন্যতম এটিআই, দৌলতপুর খুলনা। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত দক্ষিন-পশ্চিমাঞ্চলের কৃষি প্রযুক্তি বিস্তারের প্রাণকেন্দ্র অত্র প্রতিষ্ঠানটি মহানগরী খুলনার উত্তরাংশে পুরাতন সাতক্ষীরা সড়কেরপার্শ্বে এক মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। ইনস্টিটিউটের ক্যাম্পাসেই অবস্থিত মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটেরি একটি অত্যাধুনিক ল্যাবরেটরী, একটি মসজিদ এবং একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়। তাছাড়া অত্র ক্যাম্পাসকে ঘিরে রয়েছে বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউটের একটি সরজমিন গবেষনা অফিস ও হর্টিকালচার সেন্টর। প্রাণি সম্পদ অধিদপ্তরের একটি কৃত্রিম প্রজনন কেন্দ্র এবং একটি পুরাতন দর্শনীয় সফেদা বাগান, যা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বস্তরের মানুষের দৃষ্টি আকর্ষন করে। সম্প্রতি ক্যামপাসে স্থাপিত হয়েছে একটি ভেজষ ও সুদৃশ্য মাল্টা বাগান। এছাড়া ফুল-ফল চাষ এবং ল্যান্ড স্ক্যাপিং-এর মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধির কাজ অব্যাহত থাকায় শিক্ষার পরিবেশ সহ ইনস্টিটিউটে কৃষি সম্প্রসারনের একবটি প্রাণ কেন্দ্রে পরিণত হয়েছে। অত্র খামারে উৎপাদিত বিভিন্ন জাতের ধান, গম, ও শাক-সবজি চাষ করা হচ্ছে এবং শিক্ষার্থীদের মাঝে বিবিন্ন জাতের গুনবালী সম্পর্কে হাতে কলমে প্রচারনা করা হচ্ছে।

     প্রথমিক পর্যায়ে এখানে ভিলেজ এইড কোর্স চালু থাকলেও সময়ের বিবর্তনে অন্যান্য প্রশিক্ষনের পাশাপাশি এখানে প্রবর্তিত হয়েছে বাংলাধেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন কৃষি ডিপ্লোমা শিক্ষাক্রম। ১৯৪৭ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদী (১-২ বছর মেয়াদী) চাকুরি পুর্ব প্রশিক্ষণ, ১৯৮৩ সন হতে ১৯৯৪ সন পর্যন্ত মান উন্নয়ন/কৃষি ডিপ্লোমা মেকআপ কোর্স এবং সর্বশেষ বাংলাদেশ কারিগরি শিবাষা বোর্ড-এর ১৯৯৫ সাল হতে ৬টি সেমিষ্টারে৩ বছর মেয়াদী দুরশিক্ষণে কৃষি ডিপ্লোমা কোর্স চালু হয়েছে যা সাম্প্রতি দুরশিক্ষনের পাশাপাশি মুখোমুখি এবং ৬টি সেমিষ্টারের পাশাপাশি ৮ সেমিষ্টারে ৪ (চার) বছর মেয়াদী কোর্সে পরিণত হয়েছে। উন্নমুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত সেমিষ্টারভিত্তিক ৩ বছর মেয়াদীব্যাচেলর অব এগ্রিকালচার এডুকেশন (বিএজিএড) কোর্সটি অত্র প্রতিষ্ঠানে চালু রয়েছে। এটিআই –এর আওতাধীন বিভিন্ন জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ষ্টাফদের কম্পিউটার প্রশিক্ষন কোর্স ছাড়াত্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কৃষক প্রশিক্ষণ কোর্স বিভিন্ন সময় ও বিভিন্ন মেয়াদে এখানে অনুষ্ঠিত হয়ে থাকে।

     আধুনিক বিভিন্ন প্রযুক্তিভিত্তিক কর্মসুচি গ্রহনের মাধ্যমে ইনস্টিটিউটের সার্বিক পরিবর্তন আনায়নে আমরা সংকল্পবন্দ্ধ।

নোটিশ বোর্ড

ভিজিটর

  • মোট ভিজিটর : 19581
  • আজকের ভিজিটর : 8
  • বর্তমানে অনলাইনে আছে : 1